পিঁয়াজের পার্পল ব্লচ (Purple blotch of onion)/বেগুনী দাগ রোগের কারণ ও লক্ষণঃ

  • রোগের জীবাণু Alternaria porri নামক এক ধরণের ছত্রাক।
  • পাতা ও বীজবাহী কাণ্ডে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভেজা বাদামী বা হলুদ রঙের দাগ সৃষ্টি হয়। দাগগুলি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বড় দাগে পরিণত হয়।
  • দাগের মধ্যবর্তী অংশ প্রথমে লালচে বাদামী ও পরবর্তীতে কালো বর্ণ ধারণ করে এবং দাগের কিনারা বেগুনী বর্ণ ধারণ করে।
  • আক্রান্ত পাতা উপরের দিক হতে ক্রমান্বয়ে মরে যেতে থাকে।
  • ব্যাপকভাবে আক্রান্ত পাতা ৩-৪ সপ্তাহের মধ্যে হলদে হয়ে মরে যায়।
  • বীজবাহী কাণ্ডের গোড়ায় আক্রান্ত স্থানের দাগ বৃদ্ধি পেয়ে হঠাৎ ভেঙ্গে পড়ে।
  • চারা অবস্থা হতে বীজ সংগ্রহের পূর্ব পর্যন্ত।
  • এ রোগের আক্রমণের ফলে বীজ অপুষ্ট হয় এবং ফলন হ্রাস পায়।

রোগের উপযোগী আবহাওয়াঃ

  • জমিতে অত্যধিক আগাছা থাকা
  • অধিক তাপমাত্রা ২৮-৩০ সেন্টিগ্রেড ও আপেক্ষিক ৮০-৯০%
  • পেঁয়াজের পাতা অধিক সময় পর্যন্ত ভেজা থাকা

পিঁয়াজের পার্পল ব্লচ/বেগুনী দাগ রোগ দমন

ডিপনের বিশেষ গুণঃ

পিঁয়াজের পার্পল ব্লচ/বেগুনী দাগ রোগ দমন
  • ডিপন বহুগুণ সম্পন্ন আধুনিক ছত্রাকনাশক
  • প্রতিষেধক, প্রতিরোধক ও প্রবাহমান গুণ সম্পন্ন
  • প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলে দ্রুত রোগের আক্রমণ থেমে যায়।
  • প্রতিরোধক গুণসম্পন্ন হওয়ায় রোগ আসার আগে ব্যবহার করলে ফসলে রোগের আক্রমণ হয়না।