ব্যাবিলনের কীটনাশকগুলোর নাম, শ্রেণী, ফরমুলেশন, উপাদান, ক্ষেত্র ও মাত্রা, ব্যবহারের সুবিধা ও নিয়মাবলী এবং প্যাক সাইজ নিচে উল্লেখ করা হল-

ব্যাবিলনের কীটনাশক পরিচিতি

ফিক্স-টু ৪০ ডব্লিউ জি

fix 2

শ্রেণীঃ স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য স্পর্শক ও পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন প্রবাহমান কীটনাশক।

ফরমুলেশনঃ ওয়েটেবল গ্রানুউল।

উপাদানঃ প্রতি কেজিতে ২০০ গ্রাম এমামেকটিন বেনজয়েট ও ২০০ গ্রাম থায়ামেথক্সাম বিদ্যমান

ক্ষেত্র ও মাত্রাঃ ধানের বাদামী গাছ ফড়িং দমনে বিঘা প্রতি মাত্রা ১৫ গ্রাম, একর প্রতি মাত্রা ৫০ গ্রাম, হেক্টর প্রতি মাত্রা ১২৫ গ্রাম । বেগুন, ঢ়েঁড়স, মরিচ ও সিমের ডগা ও ফল ছিদ্রকারি এবং রস শোষণকারী পোকা দমনে বিঘা প্রতি মাত্রা ১০ গ্রাম, একর প্রতি মাত্রা ৩০ গ্রাম, হেক্টর প্রতি মাত্রা ৭৫ গ্রাম।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায়। স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য ও পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার স্নায়ুতন্ত্রের “কোলিন এস্টারেজ” এনজাইমের কার্যকারিতাকে বাঁধাগ্রস্ত করে পোকাকে প্যারালাইজড করে ফেলে এবং পরবর্তীতে পোকা মারা যায়। ফিক্স-টু স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ১০ গ্রাম ও ৩০ গ্রাম।

লরেন্ট ৫এসজি

lorent

শ্রেণীঃ স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য স্পর্শক ও পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন প্রবাহমান কীটনাশক।

ফরমুলেশনঃ সলুবল গ্রানুউল।

উপাদানঃ প্রতি কেজিতে ৫০ গ্রাম এমামেকটিন বেনজয়েট।

ক্ষেত্র ও মাত্রাঃ পাটের বিছা পোকা দমনে প্রতি ১০ লিটার পানিতে ৫ শতক জমির জন্য ৩০ গ্রাম, একর প্রতি মাত্রা ৬০০ গ্রাম, হেক্টর প্রতি মাত্রা ১.৫ কেজি। ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, পিঁয়াজ, রসুন, সব ধরণের শাক সবজির ডগা ও ফল ছিদ্রকারি এবং রস শোষণকারী পোকা দমনে প্রতি ১০ লিটার পানিতে ৫ শতক জমির জন্য ১০ গ্রাম, একর প্রতি মাত্রা ২০০ গ্রাম, হেক্টর প্রতি মাত্রা ৫০০ গ্রাম।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায়। স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য ও পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার স্নায়ুতন্ত্রের “কোলিন এস্টারেজ” এনজাইমের কার্যকারিতাকে বাঁধাগ্রস্ত করে পোকাকে প্যারালাইজড করে ফেলে এবং পরবর্তীতে পোকা মারা যায় I লরেন্ট স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ১০ গ্রাম ও ৫০ গ্রাম।

টোপাম্যাক ৭০ ডব্লিউ জি

topamac

শ্রেণীঃ প্রবাহমান গুণসম্পন্ন কীটনাশক।

ফরমুলেশনঃ ওয়েটেবল গ্রানুউল।

উপাদানঃ প্রতি কেজিতে ৭০০ গ্রাম ইমিডাক্লোপ্রিড।

ক্ষেত্র ও মাত্রাঃ বেগুনের জাব পোকা, ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, পিঁয়াজ, রসুন, সব ধরণের শাক সবজির রস শোষণকারী পোকা। প্রতি ১০ লিটার পানিতে ৫ শতক জমির জন্য ২ গ্রাম, একর প্রতি মাত্রা ৪০ গ্রাম, হেক্টর প্রতি মাত্রা ১০০ গ্রাম।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায়। টোপাম্যাক স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ২ গ্রাম।

ইথ্রিন ৩ ইসি

ethrin

শ্রেণীঃ স্পর্শক, পাকস্থলীক্রিয়া, ও স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য কীটনাশক।

ফরমুলেশনঃ ইমালসিফায়েবল কনসেন্ট্রেট।

উপাদানঃ প্রতি কেজিতে ১০ গ্রাম এমামেকটিন ও ২০ গ্রাম বেটা-সাইপারমেথ্রিন।

ক্ষেত্র ও মাত্রাঃ চায়ের লাল মাকড় দমনে প্রতি ১০ লিটার পানিতে ৫ শতক জমির জন্য ২৫ মিলি, একর প্রতি মাত্রা ৫০০ মিলি, হেক্টর প্রতি মাত্রা ১.২৫ লিটার। ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, পিঁয়াজ, রসুন, সব ধরণের শাক সবজির রস শোষণকারী পোকা দমনে প্রতি ১০ লিটার পানিতে ৫ শতক জমির জন্য ২০ মিলি, একর প্রতি মাত্রা ৪০০ মিলি, হেক্টর প্রতি মাত্রা ১ লিটার।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায়। স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য হওয়ায় ইহা পোকার স্নায়ুতন্ত্রের “কোলিন এস্টারেজ” এনজাইমের কার্যকারিতাকে বাঁধাগ্রস্ত করে পোকাকে প্যারালাইজড করে ফেলে এবং পরবর্তীতে পোকা মারা যায়। ইথ্রিন স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি ও ১ লিটার।

সিপ্রিড ২০ এসএল

Seaprid

শ্রেণীঃ প্রবাহমান গুণসম্পন্ন কীটনাশক।

ফরমুলেশনঃ সলুবল লিকুইড।

উপাদানঃ প্রতি কেজিতে ২০০ গ্রাম ইমিডাক্লোপ্রিড।

ক্ষেত্র ও মাত্রাঃ চায়ের উই পোকা, ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, পিঁয়াজ, রসুন, সব ধরণের শাক সবজির রস শোষণকারী পোকা। চায়ের ক্ষেত্রে প্রতি ১০ লিটার পানিতে ৫ শতক জমির জন্য ৩০ মিলি, একর প্রতি মাত্রা ৬০০ মিলি, হেক্টর প্রতি মাত্রা ১.৫ লিটার। ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, পিঁয়াজ, রসুন, সব ধরণের শাক সবজির ক্ষেত্রে ১০ লিটার পানিতে ৫ শতক জমির জন্য ২.৫-৫ মিলি, একর প্রতি মাত্রা ৫০-১০০ মিলি, হেক্টর প্রতি মাত্রা ১২৫-২৫০ মিলি।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায়। সিপ্রিড স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ২৫ মিলি, ৫০ মিলি, ১০০ মিলি ও ৪০০ মিলি।

পেদা টিং টিং ৮০ ডব্লিউ জি

peda ting ting

শ্রেণীঃ প্রতিরোধক, প্রতিষেধক, ও কুইক নকডাউন গুণসম্পন্ন কীটনাশক।

ফরমুলেশনঃ ওয়াটার ডিসপারসিবল গ্রানুউল।

উপাদানঃ প্রতি কেজিতে ৬০০ গ্রাম পাইমেট্রেজিন ও ২০০ গ্রাম নাইটেনপাইরাম।

ক্ষেত্র ও মাত্রাঃ ধানের বাদামী গাছ ফড়িং (Brown Plant Hopper-BPH) বা কারেন্ট পোকা দমনে একর প্রতি মাত্রা ১২০ গ্রাম।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ কুইক নকডাউন গুণসম্পন্ন হওয়ায় দ্রুত সময়ের মধ্যে পোকা মারা যায়। পেদা টিং টিং স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ১০ গ্রাম, ৫০ গ্রাম ও ১০০ গ্রাম।

প্রলয় ৩২ এসসি

proloy

শ্রেণীঃ প্রবাহমান, স্পর্শক ও পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন কীটনাশক।

ফরমুলেশনঃ সলুবল লিকুইড।

উপাদানঃ প্রতি লিটার প্রলয় এ ইমিডাকোপ্রিড ২০%, ফিপ্রোনিল ৭%, ডেল্টামেথ্রিন ৫% সক্রিয় উপাদান বিদ্যমান।

ক্ষেত্র ও মাত্রাঃ ধানের মাজরা পোকা (Stem Borer) ও সরিষার জাব পোকা (Aphid)। প্রতি একরে ২০০ মিলি ও প্রতি হেক্টরে ৫০০ মিলি।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ প্রবাহমান, স্পর্শক ও পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায়। ভেতরে ও বাহিরে উভয় দিকে কাজ করে। প্রলয় স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ৫০ মিলি, ১০০ মিলি ও ৪০০ মিলি।

খাল্লাস ২০ ইসি

khallas

শ্রেণীঃ স্পর্শক ও পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন কীটনাশক।

ফরমুলেশনঃ সলুবল লিকুইড।

উপাদানঃ পাইরিপ্রক্সিফেন ৫% + ফেনপ্রোপেথ্রিন ১৫%

ক্ষেত্র ও মাত্রাঃ সকল ফসলের সব ধরণের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে অত্যন্ত কার্যকরী কীটনাশক। তুলার বোলওয়ার্ম (Bollworm) দমনে ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ৪ মিলি, প্রতি একরে ৮০ মিলি এবং প্রতি হেক্টরে ২০০ মিলি। বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা দমনে ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ১০ মিলি, প্রতি একরে ২০০ মিলি এবং প্রতি হেক্টরে ১মিলি/লিটার পানি।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায়। স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। খাল্লাস স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম। ডিম ও লার্ভা ধ্বংস করে।

প্যাক সাইজঃ ৫০ মিলি, ১০০ মিলি ও ৪০০ মিলি।

সাইকন ৫৫ ইসি

শ্রেণীঃ স্পর্শক, পাকস্থলীক্রিয়া ও শ্বাসরোধ ক্রিয়াসম্পন্ন কীটনাশক।

ফরমুলেশনঃ ইমালসিফায়েবল কনসেন্ট্রেট।

উপাদানঃ প্রতি কেজিতে ৫০০ গ্রাম ক্লোরপাইরিফস ও ৫০ গ্রাম সাইপারমেথ্রিন বিদ্যমান।

ক্ষেত্র ও মাত্রাঃ চা ক্ষেতে উইপোকা দমনে ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ৮০ মিলি, প্রতি একরে ১.৬ লিটার, প্রতি হেক্টরে ৪ লিটার। বেগুন, ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, বাঁধাকপি, পিঁয়াজ, রসুন, ভুট্টা, সব ধরণের শাক সবজির ডগা ও ফল ছিদ্রকারী পোকা, জাব পোকা, রস শোষণকারী পোকা, কাটুই পোকা দমনে ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ২০ মিলি, প্রতি একরে ৪০০ মিলি এবং প্রতি হেক্টরে ১ লিটার।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় গাছের ভিতরে থাকা পোকা রস শোষণের ফলে মারা যায়। স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। শ্বাসরোধ ক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় ইহা মাটিতে বসবাসকারী ক্ষতিকারক পোকার শ্বাসরোধ করে পোকাকে মেরে ফেলে। সাইকন স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি, ৫০০ মিলি ও ১ লিটার।

সিমেথ্রিন ১০ ইসি

Semethrin

শ্রেণীঃ স্পর্শক ও পাকস্থলীক্রিয়া সম্পন্ন কীটনাশক।

ফরমুলেশনঃ ইমালসিফায়েবল কনসেন্ট্রেট

উপাদানঃ প্রতি কেজিতে ১০০ গ্রাম সাইপারমেথ্রিন বিদ্যমান।

ক্ষেত্র ও মাত্রাঃ সিমের জাবপোকা দমনে ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ১০ মিলি, প্রতি একরে ২০০ মিলি, প্রতি হেক্টরে ৫০০ মিলি। বেগুন, ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, বাঁধাকপি, পিঁয়াজ, রসুন, ভুট্টা, সব ধরণের শাক সবজির ডগা ও ফল ছিদ্রকারী পোকা, জাব পোকা, রস শোষণকারী পোকা, লিফ মাইনর, বিছা পোকা দমনে ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ১০ মিলি, প্রতি একরে ২০০ মিলি, প্রতি হেক্টরে ৫০০ মিলি।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় গাছের ভিতরে থাকা পোকা রস শোষণের ফলে মারা যায়। স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। সিমেথ্রিন স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ৫০ মিলি, ১০০ মিলি ও ৪০০ মিলি।

সেসবান ৪৮ ইসি

Sesbun

শ্রেণীঃ স্পর্শক, পাকস্থলীক্রিয়া ও শ্বাসরোধ ক্রিয়াসম্পন্ন কীটনাশক।

ফরমুলেশনঃ ইমালসিফায়েবল কনসেন্ট্রেট

উপাদানঃ প্রতি কেজিতে ৪৮০ গ্রাম ক্লোরপাইরিফস বিদ্যমান।

ক্ষেত্র ও মাত্রাঃ ধানের বাদামী গাছ ফড়িং দমনে এবং বেগুন, ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, বাঁধাকপি, পিঁয়াজ, রসুন, ভুট্টা, মূলা ও সব ধরণের শাক সবজির ডগা ও ফল ছিদ্রকারী পোকা, জাব পোকা, রস শোষণকারী পোকা, কাটুই পোকা, ঘুগরী পোকা, উইপোকা, উরচুঙ্গা দমনে ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ১০ মিলি, প্রতি একরে ২০০ মিলি, প্রতি হেক্টরে ৫০০ মিলি।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় গাছের ভিতরে থাকা পোকা রস শোষণের ফলে মারা যায়। স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। শ্বাসরোধ ক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় ইহা মাটিতে বসবাসকারী ক্ষতিকারক পোকার শ্বাসরোধ করে পোকাকে মেরে ফেলে। সাইকন স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ৫০ মিলি, ১০০ মিলি ও ৪০০ মিলি।

সিরাট ২.৫ ইসি

Searat

শ্রেণীঃ স্পর্শক ও পাকস্থলীক্রিয়া সম্পন্ন কীটনাশক।
ফরমুলেশনঃ ইমালসিফায়েবল কনসেন্ট্রেট
উপাদানঃ ২৫ গ্রাম ল্যামডা সাইহ্যালোথ্রিন
ক্ষেত্র ও মাত্রাঃ পাটের বিছা পোকা, আমের হপার পোকা, বেগুন, ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, বাঁধাকপি, পিঁয়াজ, রসুন, মূলা ও সব ধরণের শাক সবজির ডগা ও ফল ছিদ্রকারি এবং রস শোষণকারী পোকা, জাব পোকা, ফিল বিছা পোকা দমনে ৫ শতক জমির জন্য প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি, প্রতি একরে ২০০ মিলি, প্রতি হেক্টরে ৫০০ মিলি।
ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় গাছের ভিতরে থাকা পোকা রস শোষণের ফলে মারা যায়। স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। সিরাট স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।
প্যাক সাইজঃ ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি, ৫০০ মিলি ও ১ লিটার।

সিবাফুরান ৫ জি

Cibafuran

শ্রেণীঃ স্পর্শক, পাকস্থলীক্রিয়া ও প্রবাহমান গুণসম্পন্ন কীটনাশক ও নেমাটোডনাশক।

ফরমুলেশনঃ গ্রানুলার/দানাদার

উপাদানঃ প্রতি কেজিতে ৫০ গ্রাম কার্বফুরান বিদ্যমান।

ক্ষেত্র ও মাত্রাঃ চায়ের নেমাটোড, ধান, ভূট্টা, বেগুন, ঢ়েঁড়স, মরিচ, শিম, মূলা, আলু, ফুলকপি, বাঁধাকপি, পিঁয়াজ, রসুন, মূলা ও সব ধরণের শাক সবজির মাজরা পোকা, মাটিতে বসবাসকারী পোকা দমনে বিঘা প্রতি মাত্রা ১.২৫ কেজি, একর প্রতি মাত্রা ৪ কেজি, হেক্টর প্রতি মাত্রা ১০ কেজি।

ব্যবহারের সুবিধা ও নিয়মাবলীঃ পাকস্থলীক্রিয়া গুণসম্পন্ন হওয়ায় গাছের ভিতরে থাকা পোকা রস শোষণের ফলে মারা যায়। স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় জমিতে ছিটানোর পর সমগ্র গাছে ছড়িয়ে পড়ে। সিবাফুরান স্প্রে করার ১৪-২১ দিনের মধ্যে ফসল খাওয়া যাবেনা। সকল ধরণের বালাইনাশক বিকেলে ব্যবহার করা উত্তম।

প্যাক সাইজঃ ১ কেজি।