Description
সাবধানতা : খালি গায়ে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় নাক ও মুখ ঢেকে নিন। স্প্রে করার সময় ধূমপান, আহার এবং পানীয় গ্রহণ করবেন না। স্প্রে করার পর শরীর ও কাপড়-চোপড় সাবান এবং পর্যাপ্ত পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। ব্যবহারের পর খালি প্যাকেট নষ্ট করে মাটির নীচে পুঁতে ফেলুন।
বিষক্রিয়ার লক্ষণ : বমি বমি ভাব, মাথা ধরা, অস্থিরতা, শ্বাসকষ্ট, পেটে ব্যাথা ও ডায়রিয়া ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা : গায়ে লাগলে ভাল করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভুলক্রমে কেউ খেয়ে ফেললে বা পেটে গেলে অল্প লবন মিশ্রিত গরম পানি খাইয়ে বা গলায় আঙ্গুল দিয়ে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। অতি সত্ত্বর ডাক্তারের পরামর্শ নিন।
প্রতিষেধক : নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। আক্রান্ত ব্যক্তিকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন।
Reviews
There are no reviews yet.